শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৬:৪৫ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজি হত্যার বিস্তারিত প্রকাশ করলো তুরস্ক

সান্দ্রা নন্দিনী : ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজি হত্যাকান্ডের বিষয়ে নিজেদের বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছে তুরস্ক। আনুষ্ঠানিক এ বিবৃতিতে খাসোগজির মৃত্যুর কারণ সম্পর্কে বলা হয়, তাকে শ্বানরোধ করে হত্যা করা হয়েছে।

বুধবার বিবৃতিতে তুরস্কের প্রধান পাবলিক প্রসিকিউটর ইরফান ফাইদার জানান, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই পূর্বপরিকল্পনামত সাংবাদিক খাসোগজিকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়। এরপর তার মরদেহের টুকরোগুলো নষ্ট করে ফেলা হয়।

গত ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে নিজের বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে গিয়ে নিখোঁজ হন সৌদি শাসকশ্রেণীর সমালোচনাকারী সাংবাদিক খাসোগজি। পরবর্তীতে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তুরস্ক। সৌদি আরব প্রথম দিকে খাসোগজিকে হত্যার অভিযোগ উড়িয়ে দিলেও ১৭ দিন পর স্বীকার করে, কনস্যুলেটের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে।

এছাড়া, আন্তর্জাতিক চাপের মুখে খাসোগজি হত্যাকান্ডে জড়িতসন্দেহে ১৮ জনকে গ্রেফতার ও ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে সৌদি বার্তা সংস্থা। অন্যদিকে, খাসোগজি হত্যাকা-ের সব তথ্য উন্মোচনে সৌদি আরবের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

এদিকে, খাসোগজি হত্যার ঘটনায় তুরস্ক সফরকারী সৌদি আরবের শীর্ষ প্রসিকিউটর সৌদ আল-মোজেবের সঙ্গে বৈঠক নিয়ে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর দফতরের অসন্তুষ্টির কথা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। হত্যাকা-ের ঘটনায় সৌদিতে আটক ১৮ সন্দেহভাজনের তথ্য তুরস্ককে সরবরাহ করতে দেশটি সফরে গেলেও শেষ পর্যন্ত আঙ্কারাকে এ সংক্রান্ত কোনও তথ্য দেননি সৌদি শীর্ষ প্রসিকিউটর। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়