Skip to main content

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে এবি ব্যাংক

এস এম এ কালাম: এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নেবে ব্যাংকটি। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্যটি নিশ্চিত করেছে। জানা যায়, বন্ডটির মেয়াদ হবে সাত বছর। বন্ডটি সম্পূর্ণ অবসায়নযোগ্য। টিয়ার-২ মূলধন বৃদ্ধির জন্য প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে বন্ডটি। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ৪১ পয়সা ইপিএস দেখিয়েছে ব্যাংকটি, যা আগের বছর একই সময়ে ছিল ৬৪ পয়সা। এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) এ ব্যাংকের ইপিএস হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৮ ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৭ পয়সা। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ায় স্টক এক্সচেঞ্জে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে এবি ব্যাংক। ২০১৭ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৭ এর এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৬৫ পয়সায়। ডিএসইতে গতকাল এবি ব্যাংক শেয়ারের সর্বশেষ দর ছিল ১১ টাকা ৬০ পয়সা। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১০ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ২৬ টাকা ৮০ পয়সা। ১৯৮৩ সালে তালিকাভুক্ত এবি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭৫৮ কোটি ১৩ লাখ টাকা। রিজার্ভ ১ হাজার ৬৪১ কোটি ২৩ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৬ দশমিক ৪৭ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে।

অন্যান্য সংবাদ