শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৬:২০ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে ফেরার মন্ত্র শোনালেন আশরাফুল!

স্পোর্টস ডেস্ক: যে বিপিএলে ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সেই বিপিএলে খেলার সুযোগ পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসে ডাক পেয়েছেন তিনি। সেই টুর্নামেন্টে নিজেকে প্রমাণের প্রত্যয় ব্যক্ত করেছেন আশরাফুল।

সেখানে ভালো করেই জাতীয় দলে ফিরতে চান তিনি। আশরাফুল বলেন, ,‘আমি আগে থেকেই চাইছিলাম বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলার জন্য। কারণ, আমি আবারো জাতীয় দলে ফিরতে চাই। এজন্য বিপিএলের আসরটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এখানে অনেক বিদেশি এবং তারকা খেলোয়াড় আসবেন। সবকিছু মিলিয়ে টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রথম রাউন্ডে ১২টা ম্যাচ পাব। সেখানে ৫-৬ টাতে ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারলে হয়তো আমার জন্য জাতীয় দলে আসা আরো সহজ হবে। তাই চিটাগং ভাইকিংস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘তিন বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলছি। গত তিন বছরের চেয়ে গত তিন মাসে শারীরিক উন্নতি এবং ফিটনেস বেশি এসেছে। জাতীয় লিগে প্রথম দুই ম্যাচ ভালো খেললেও পরের দুই ম্যাচে খুব একটা ভালো করতে পারিনি। আরো দুটি ম্যাচ আছে। ইনশা আল্লাহ ভালো খেলার চেষ্টা করব।’

ভক্তদের নিয়ে তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে ভক্তরা আমাকে অনেক সাহস জুগিয়েছেন যেন আবারও জাতীয় দলে ফিরতে পারি। আমি সেভাবেই এগোচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগানের হয়ে পাঁচটি শতক করেছি, তবে সেটি তেমনভাবে কারো চোখে পড়েনি। বিপিএল সবাই দেখবে, নজর রাখবে। তাই এমন একটি টুর্নামেন্টের অপেক্ষাতেই ছিলাম। বিপিএলে ভালো করে দলে ফিরতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়