শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৫:২১ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম জিয়ার সাজা বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র গণঅনশন

শিমুল মাহমুদ: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলায় সাজা দেয়ার প্রতিবাদে কার্তিক মাসের চড়া রৌদ্রে গণঅনশন শুরু করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানী ঢাকা মহানগর নাট্য মঞ্চে বিএনপির উদ্যোগে এ গণঅনশন কর্মসূচি শুরু হয়। অনশনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন।

নাট্য মঞ্চের কাজী বশির মিলনায়তনের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে এ গণঅনশন কর্মসূচি পালন করা হচ্ছে।

সকাল ১০টায় অনশন শুরু হওয়ার কথা থাকলেও ৯টার আগে থেকে কর্মসূচির স্থানে নেতাকর্মীদের একখানে হতে দেখা গেছে। ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এদিকে গণঅনশন কর্মসূচিকে কেন্দ্র করে মহানগর নাট্য মঞ্চের আশে-পাশে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

অনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ দলের অঙ্গ-সহযোগি সংগঠনরর নেতাকর্মীরা উপস্থিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়