শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৫:১১ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুন সন্ত্রাসে বহু মানুষের জীবন তছনছ করেছে বিএনপি: প্রধানমন্ত্রী

হ্যাপি আক্তার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে টানা ৯২ দিন অবরোধ করেছে বিএনপি। সেসময় আগুন সন্ত্রাসে বহু মানুষের জীবন তছনছ করেছে বিএনপি। তৃণমূলের প্রকৃত উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৬টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নাম করে বিএনপি-জামায়াতের জীবন্ত মানুষকে পুড়িয়া মারার দৃশ্য দেখেছে দেশবাসী। ৯২ দিন অবরোধ করেছে। প্রায় ৫০০ মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। তিন সহস্রাধিক মানুষ পঙ্গু হয়েছে। বহু পরিবার তছনছ হয়ে গেছে এই নৃশংসতায়।

তিনি বলেন, আগামী প্রজন্ম যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। শত বাধা মোকাবিলা করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি আরো বলেছেন, যে দিন বদলের ঘোষণা আমরা করেছিলাম, তারই ফল হিসেবে ডিজিটাল সুযোগ সুবিধা পাচ্ছি। মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। আরো উন্নয়ন হোক সেটাই আমরা চাই। দেশের যে উন্নয় ধারা সেগুলো বাস্তবায়নের পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়