Skip to main content

নির্বাচন উপলক্ষে বেড়েছে অর্থ প্রবাহ : ড. আবুল বারকাত

তানজিনা তানিন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, নির্বাচনের খাতিরে চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি। জনসমর্থন বাড়াতে নিজ উদ্যোগে অনেকেই নানা সামাজিক ও উন্নয়নমূলক কাজে অর্থ বিনিয়োগ করছেন। ফলে গ্রামাঞ্চলে অর্থপ্রবাহ বাড়ছে। তবে কৃষকরা সরাসরি কোনোভাবে উপকৃত হচ্ছে না বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, গ্রামের মানুষের সাথে সম্পর্ক উন্নয়নে ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীরা। গ্রামাঞ্চলে নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন তারা। জনস্বার্থে নানা খাতে অর্থ বিনিয়োগের ফলে চাঙ্গা হচ্ছে গ্রামের হাট-বাজার। তাছাড়া রমরমা ব্যবসা করছে চায়ের দোকানের মতো জনসমাগমপূর্ণ স্থানগুলো। নির্বাচনি প্রচারণা ও জনকল্যাণমূলক কাজ করতে গিয়ে নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করছে নেতাকর্মীরা। এটা এক ধরনের মূলধন বিনিয়োগ বলা চলে, বললেন ড. আবুল বারকাত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো নেতাকর্মীই সরাসরি কৃষকদের জন্য কৃষিকাজে কোনো অর্থ বিনিয়োগ করছেন না। সার, বীজ, কীটনাশক বিতারণ বা মূল্য কমানোর কোনো উদ্যোগ দেখা যায়নি এখনও। ফলে কৃষকদের কোনো প্রত্যক্ষ লাভ হচ্ছে না বলে মনে করেন তিনি।

অন্যান্য সংবাদ