শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ

আবুল বাশার নূরু ও শাহানুজ্জামান টিটু : আজ সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসবে ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। আওয়ামী লীগের ২৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের সভাপতি শেখ হাসিনা। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা এবং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে এই আলোচনা শুরু হচ্ছে।

জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন করাসহ ৭ দফা দাবিকে আলোচনায় প্রাধান্য দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। অপরদিকে সংবিধানের আলোকে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করার ওপর গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের আলোচনা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ ও কৌতুহল দেখা দিয়েছে। সংলাপের সম্ভাব্য সফলতা ও ব্যর্থতা নিয়েও নানা আলোচনা চলছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে বিরোধীদলের কোনও দাবি মেনে নেয়া সম্ভব নয়। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন বলেছেন, এক মিনিটের মধ্যেই সংবিধান সংশোধন করা যায়। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সংবিধানের আলোকেই সাত দফা দাবি মেনে নেওয়া যায়।

শেখ হাসিনার নেতৃত্বাধীন ২৩ সদস্যের প্রতিনিধি দলে আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষ নেতারা রয়েছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাসদ নেতা মাঈনুদ্দিন খান বাদল, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, আবদুস সোবহান গোলাপ, ড. হাছান মাহমুদ ও অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম।

অপরদিকে, ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, মাহমুদুর রহমান মান্না, আ স ম আব্দুর রব, এস এম আকরাম, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, আব্দুল মালেক রতন, তানিয়া রব, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, মোস্তফা আমীন ও ডা. জাফরুল্লাহ চৌধুরী। সম্পাদনা : মাহবুব আলম ও সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়