শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএম ব্যবহার করা যাবে

সাইদ রিপন: রাজনৈতিক দলসহ অধিকাংশ বিরোধিতার পরও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন চূড়ান্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোনো আইনি বাধা থাকল না।

নির্বাচনের আগে সংসদ অধিবেশন শেষ হয়ে যাওয়ায় ৩১ অক্টোবর, ‍বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সইয়ের মধ্য দিয়ে এই অধ্যাদেশ জারি করা হলো।

রাষ্ট্রপতির প্রেস সচিব ও নির্বাচন কমিশনের (ইসি) সচিব বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘আরপিও সংশোধনীতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি স্বাক্ষর করেন। এটার গেজেট আইন মন্ত্রণালয় করবে। আমার জানা মতে, গেজেট আজ (বুধবার) রাতেই হয়ে যাওয়ার কথা।’

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এখন জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে।’

দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে আরপিও সংশোধন পাস হয়নি। এ কারণে রাষ্ট্রপতি নিজ ক্ষমতাবলে এটি সংশোধনের অধ্যাদেশ জারি করলেন।

এই অধ্যাদেশের মাধ্যমে আরপিও সংশোধনের প্রস্তাব আইনে পরিণত হলো।

৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। সংসদ বহাল রেখে ক্ষণ গণনা শুরুর ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়