শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ব্যবসার জন্য সহজ’ সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ

আসিফুজ্জামান পৃথিল : বিশ্বব্যাংকের ব্যবসার জন্য সহজ সূচকে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। এ সূচকে ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। ২০১৭ সালে অবস্থান ছিলো ১৭৭তম। এ সূচক অনুযায়ী বিশ্বে ব্যবসা করার জন্য সবচেয়ে সহজ দেশ নিউজিল্যান্ড, আর সোমালিয়ায় ব্যবসা করা সবচেয়ে কঠিন। বিশ্বব্যাংক

এদিকে এ সূচকের অন্যান্য বিভাগের মধ্যে ১৯০টি দেশের মধ্যে ব্যবসা শুরুর জন্য বাংলাদেশের অবস্থান ১৩৮তম। অবকাঠামো নির্মাণের অনুমোদনের ক্ষেত্রেও ১৩৮। বিদ্যুৎ পাওয়ার ক্ষেত্রে ১৭৯। সম্পদ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৮৩। ঋণ পাওয়ার ক্ষেত্রে ১৬১। আর্থিক বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অবস্থান ৮৯তম।

তবে তালিকায় থাকা অন্যান্য দক্ষিণ এশীয় দেশের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ওপরে থাকা মিয়ানমারের অবস্থান ১৭১, আফগানিস্তানের অবস্থান ১৬৭, মালদ্বীপের ১৩৯, পাকিস্তান ১৩৬, নেপাল ১১০, শ্রীলঙ্কা ১০০, ভুটান ৮১ এবং ভারত ৭৭।

এ তালিকায় চমক দেখিয়েছে ভারত। দেশটি এক বছরে এক ধাপে ৩৩ ধাপ উন্নতি করেছে। ২০১৭ সালে তাদের অবস্থান ছিলো ১০০তম। এটি একবছরে বিশে^র মধ্যে সর্বাধিক উন্নতি। দুই বছরে ভারত ৫৩ ধাপ উন্নতি ঘটিয়েছে। আর ৪ বছরে ৬৫ ধাপ! এ তালিকায় বড় রকমের উন্নতি হয়েছে কাজাখস্তান, স্পেন, রাশিয়া, পোল্যান্ড, চীন, ইতালি, মরোক্কো, কেনিয়া, কলম্বিয়া, ইন্দোেিনশিয়া, দক্ষিণ আফ্রিকা, মিসর, ফিলিপাইন, পাকিস্তান, নাইজেরিয়া এবং আফগানিস্তান।

নিউজিল্যান্ডের পর এই তালিকায় সবার ওপরে রয়েছে যথাক্রমে; সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, দক্ষিণ কোরিয়া, জর্জিয়া, নরওয়ে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মেসিডোনিয়া। সম্পাদনা : আনিস রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়