শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০২:৪২ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের কয়েক মিলিয়ন মানুষ ত্রাণ পাচ্ছেনা : রেড ক্রস

আসিফুজ্জামান পৃথিল : মানবিক সহায়তা প্রয়োজন এমন অর্ধেকের বেশি মানুষকেই কোন রকম সহায়তা ছাড়া জীবন নির্বাহ করতে হচ্ছে। বৈশি^ক সহায়তার ওপর প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট (আইএফআরসি)। যে কোন যুদ্ধ বা সংঘাতে সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া সংস্থাটি নিশ্চিত করেছে এর কারণ অর্থের অপ্রতুলতা নয়।

এ বছর ১৩ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। বৈশি^ক বিপর্যয় প্রতিবেদনে জাতিসংঘের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আইএইচআরসি। সংস্থাটি জানিয়েছে এর মধ্যে ৯ কোটি ৭০ লাখ মানুষ সহায়তা পাবেন। বাকিরা সহায়তা বঞ্চিত হবেন। সংস্থাটি বলছে, ‘২০১৭ সালে সারা বিশ^জুড়ে যে সকল মানুষের মানবিক সহায়তা প্রয়োজন ছিলো তাদের মাত্র অর্ধেক আন্তর্জঅতিক সহায়তা সংস্থাগুলোর প্রদান করা সহায়তা পেয়েছে।’

আইএইচআরসি বিশে^র বৃহত্তম সেচ্ছাসেবী ভিত্তিক মানবিক সহায়তা নেটওয়ার্ক। তারা আরো মনে করে শুধুমাত্র আর্থিক অপ্রতুলতাই এই বিপর্যয়ের জন্য দায়ী নয়। সংখ্যালঘু গোষ্ঠীগুলোর প্রতি বৈষম্য, সরকারি পরিসংখ্যঅনে গলদ, ক্ষতিগ্রস্থ এবং অপ্রতুল অবকাঠামো এবং সংঘাতের কারণেই এই নিযুত মানুষ সহায়তা বঞ্চিত হয়। এ বিষয়ে আইএফআরসির মহাসচিব এলহাজ এস সি বলেন, ‘যদি এ মানবিক সহায়তার প্রয়োজনীয় পুরো অর্থ প্রদান করা হয়ও, তবুও কয়েক মিলিয়ন মানুষ সহায়তা বঞ্চিতই থাকবে।’

প্রতিবেদনটিতে বিশে^ ক্রমাবর্ধমান প্রাকৃতিক দূযোগের বিষয়েও শঙ্কা প্রকাশ করা হয়েছে। রিপোর্টটি বলছে ২০০৮ থেকে ১৭ সালের মধ্যে বিশ^জুড়ে ৩ হাজার ৭৫১টি প্রাকৃতিক দূযোগ আঘাত হেনেছে। এর ফলে ২০০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এসব দূর্যোগের ৮৪ শতাংশই আবহাওয়া সংক্রান্ত। এর মধ্যে সর্বাধিক সংগঠিত দূর্যোগ হলো বন্যা। এর পরেই রয়েছে ঝড়, দাবদাহ, ভুমিধ্বস, আগুন, অগ্নুৎপাত এবং ভূমিকম্প। গত দশকে প্রায় ৭ লাখ মানুষ প্রাকৃতিক দূর্যোগে মারা গেছেন। ডয়েচে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়