শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০২:৩৬ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সঙ্গে বাণিজ্য সংলাপ নিয়ে আশাবাদি ট্রাম্প, ব্যর্থ হলে ফের শুল্কারোপ

নূর মাজিদ : আগামী ডিসেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনার ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাণিজ্য উত্তেজনা নিরসনে এই আলোচনা ব্যর্থ হলে চীনা পণ্যে ফের শুল্কারোপের সম্ভাবনা রয়েছে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। গত সোমবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। এসময় ট্রাম্প বলেন, আমি মনে করি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে, ‘কারণ চীন আমাদের দেশকে নিঃশেষ করে ফেলেছে।’ ট্রাম্প বলেন, বাণিজ্য ঘাটতি দূরীকরণে চীনের সঙ্গে আলোচনা ও নতুন করে চুক্তি স্বাক্ষরে তিনি আগ্রহী, তবে ইতোপূর্বে চীন জানিয়েছিলো তারা মার্কিন শুল্কারোপের প্রেক্ষিতে বাণিজ্য আলোচনায় অংশ নিতে প্রস্তুত নয়। তবে এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে সংলাপে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা না হলে আরও শত শত কোটি ডলারের চীনা পণ্য আমদানিতে শুল্কারোপ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তবে ট্রাম্পের এই সাক্ষাৎকারের পূর্বেই ব্লুমবার্গ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভবনা মাথায় রেখেই চীনা পণ্যে শুল্কারোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এদিকে আগামী নভেম্বর মাসে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে আবারো ট্রাম্প ও শি জিনপিংয়ের সাক্ষাৎ হবে। সেসময় তারা ডিসেম্বরের বাণিজ্য আলোচনা নিয়ে একটি পার্শ্বঃসংলাপেও অংশ নিতে পারেন।
এই বিষয়ে চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র লি কাং বলেন, ‘চীন এবং যুক্তরাষ্ট্রের সকল পর্যায়ের কর্মকর্তারা আসন্ন বাণিজ্য আলোচনা সফল করতে পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। ’ জি-২০ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়