শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সঙ্গে আর খেলবেন না শিখর ধাওয়ান

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাত বছরের সম্পর্ক ছেদ করে গতবার কলকাতা নাইট রাইডার্স থেকে সানরাইজার্স হায়দরাবাদে গেছেন সাকিব আল হাসান। ঐ একই দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তবে আইপিএলের দ্বাদশ আসরে একই দলে আর এক সঙ্গে দেখা যাবে না সাকিব ও ধাওয়ানকে। কারণ হায়দারাবাদ ছেড়ে দিল্লি ডেয়ারডেভিলসে পাড়ি জমাচ্ছেন ধাওয়ান। ১১ বছর পর দিল্লিতে ফিরছেন ধাওয়ান।

দিল্লির হয়েই আইপিএলের প্রথম আসরে খেলতে নামেন ধাওয়ান। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জাস হয়ে সানরাইজার্স হায়দারাবাদে যোগ দেন তিনি। ২০১৩ সালে ৫ কোটি ২০ লাখ রুপিতে ধাওয়ানকে দলে নেয় হায়দারাবাদ।
কিন্তু গত আসরে ঐ অর্থের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেন ধাওয়ান। ঐ অর্থের পরিমানে মোটেও খুশী নন তিনি। তাই আসন্ন আসরে ধাওয়ানকে আর দলে রাখতে চাইছে না হায়দারাবাদ। তাই ধাওয়ানকে দলে নেয়ার জন্য চেষ্টা করেছিলো বেশক’টি ফ্র্যাঞ্চাইজি। শেষমেষ পুরনো ক্লাব দিল্লিতেই ফিরছেন ধাওয়ান।

সানরাইজার্স হায়দারাবাদের হয়েই আইপিএল ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান করেছেন ধাওয়ান। ৯১ ইনিংসে ৩৫ দশমিক ০৩ গড়ে ২৭৬৮ রান করেছেন তিনি। গেল আসরে ৩৫ দশমিক ৫০ গড়ে ৪৯৭ রান ছিলো ধাওয়ানের ব্যাটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়