শিরোনাম

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০২:১৪ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচের ‘দৃষ্টিকটু’ উদযাপনের শাস্তি সাড়ে ছয় লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সর্বশেষ ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছিল চেলসির ম্যাচটি। ঐ ম্যাচের শেষ সময়ে অপেশাদার উদযাপনের জন্য চেলসি কোচ মার্কো ইয়ান্নিকে ৬ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ছয় লাখ টাকা!

২-১ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের ৯৬ মিনিটে সমতা সূচক গোলের পর ম্যানইউ কোচ হোসে মরিনহোর সামনে বাজেভাবে উদযাপন করেছিলেন চেলসি কোচ। এমন দৃষ্টিকটু উদযাপনকে শাস্তি হিসেবে নিয়েছে এফএ। ইয়ান্নির উদযাপনে ক্ষেপে গিয়েছিলেন ম্যানইউ কোচ মরিনহো। তবে তাকে সতর্ক করে দিলেও কোনো শাস্তি দেয়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

চেলসি কোচের শাস্তি নিয়ে এক বার্তায় এফএ জানায়, ‘অপেশাদার আচরণের জন্য ইয়ান্নিকে শাস্তি দেওয়া হয়েছে। মরিনহোকেও তার আচরনের জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।’

গত ২০ অক্টোবর ইংলিশ লিগের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। স্টামফোর্ড ব্রিজে এক সময় মনে হয়েছিল ম্যাচে হেরে যাচ্ছে স্বাগতিক চেলসি। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে এমন গোলে সমতায় ফেরার পর উদযাপনে নিজেকে ধরে রাখতে পারেননি চেলসি কোচ ইয়ান্নি। আর ম্যানইউ বেঞ্চের সামনে তার এমন উদযপান ছিলো সত্যিই দৃষ্টিকটু। তবে সেই উদযাপনের শাস্তি দেওয়ায় আগামীতে এ ধরণের উদযাপন আর দেখা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়