শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০১:১৪ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: জেলার বানারীপাড়া উপজেলার ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধণ ও ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে চলমান এবং অসমাপ্ত উন্নয়নের মহাকর্মযজ্ঞ বাস্তবায়ন করতে হবে। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে।

বুধবার দিনভরের এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দীন আহমদ কিসলু, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করা উন্নয়ন প্রকল্পগুলো হলো-উপজেলার মলুহার ওয়াজেদিয়া, উত্তর বিশারকান্দি ও গোয়ালিয়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, বিশারকান্দি বাজার উন্নয়ন কাজের উদ্বোধন, চৌমোহনা ও মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী দুটি সম্প্রসারিত ভবন, ইলুহার চান্দেরহাট সড়ক, ইলুহার বড় ব্রীজ থেকে জনতা বাজার সড়ক, নান্দুহার ব্রীজ থেকে উদয়কাঠি ইউনিয়ন সড়ক, উদয়কাঠি বখ্শ বাড়ি সড়ক, দিদিহার থেকে আউয়ার সড়ক ও বাংলাবাজার থেকে জিরারকাঠি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়