শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগের চিন্তা করছেন!

রাশিদ রিয়াজ : ভারতে বিজেপি সরকারের সঙ্গে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উরজিৎ প্যাটেলের তিক্ততা চরমে পৌঁছেছে। দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ২০০৮ ও ২০১৪ সালে দু’হাত খুলে বিভিন্ন সংস্থাকে ঋণ দিয়েছিল বিভিন্ন ব্যাংক। সেটাই এখন ব্যাংকগুলোর ঋণ খেলাপিতে পরিণত হয়ে সংকট সৃষ্টি করেছে। যা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আর্থিক নীতি নির্ধারণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ভারতের অর্থমন্ত্রণালয়ের মধ্যে বিভেধ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের ওপর মোদি সরকার প্রভাব সৃষ্টি করছে এবং স্বশাসন বা ক্ষমতা ছাঁটতে উদ্যোগী হয়েছে। গত শুক্রবার এর সমালোচনা করে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ভিরাল ভি আচার্য বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা হ্রাস করার সিদ্ধান্ত সর্বনাশা হয়ে উঠতে পারে। বিজনেস স্ট্যান্ডার্ড

এদিকে বিজেপি সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিটি দিয়ে ঋণ খেলাপিদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঋণ দেওয়ার ব্যাপারে আরো বেশি পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে মোদি সরকার। বলা হয়েছে ব্যাংক অব ইন্ডিয়ার যে বিধি আছে তার ৭ ধারার উপধারা ১ অনুযায়ী জনগণের স্বার্থকে সর্বাগ্রে বিবেচনা করতে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সঙ্গে পরামর্শ করার তাগিদ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা যাতে ভয়াবহ পরিণতি বয়ে না আসে সেজন্যে সতর্ক করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়