Skip to main content

ফুলবাড়ীতে প্রতিবন্ধীদের স্বেচ্ছায় শিক্ষাদান

মোঃ রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে নিজ জমিতে স্কুল প্রতিষ্ঠা করে প্রতিবন্ধী শিশুদের সেচ্ছায় (বিনামূল্যে) শিক্ষাদান করছেন, উপজেলার দলদলিয়া গ্রামের আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিসহ কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষক। উপজেলা বেতদিঘী ইউনিয়নের দলদলিয়া গ্রামের মজিবর রহমানে ছেলে আজিজুল ইসলাম তার নিজস্ব ২০ শতক জমির উপর ”দলদলিয়া প্রতিবন্ধী স্কুল” নামে এই প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, সেখানে টিনসেডের ৫টি ক্লাসরুম একটি বিশ্রামাগর ও একটি শিক্ষক বসার কক্ষ রয়েছে। স্কুলটির প্রতিষ্ঠাতা আজিজুল ইসলাম বলেন, গত ২০১৫ সালে তিনি এই স্কুলটি প্রতিষ্ঠা করে স্বেচ্ছায় প্রতিবন্ধীদের শিক্ষা প্রদান করছেন। তিনি বলেন, এই বিদ্যালয়টিতে ৮জন শিক্ষাক রয়েছে তারাও স্বেচ্ছায় শিক্ষাদান করে থাকেন। এছাড়া এই স্কুলটিতে ২জন গাড়ি চালক ও একজন অফিস পিওন রয়েছে। আজিজুল ইসলাম বলেন, এই বিদ্যালয়টির ব্যয়ভার তিনি নিজে বহন করেন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিদুৎ পাল বলেন, তিনি সংসারের অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করেন, এবং স্কুলটির প্রতিষ্ঠাতা আজিজুল ইসলামের অনুরোধে এই বিদ্যালয়টিতে দীর্ঘ সময় ধরে স্বেচ্ছায় শিক্ষাদান করে আসছেন। তিনি বলেন, কেবলমাত্র প্রতিবন্ধী শিশুরা যাতে করে পিতা-মাতার বোঝা না হয়ে আলোর মুখ দেখতে পায় এই উদ্দেশ্যে তারা এই শ্রম দিচ্ছেন। তিনি আরো বলেন, তার সাথে একই ভাবে ফাতেমা খাতুন,হাসিয়ারা খাতুনসহ সকল শিক্ষক স্বেচ্ছায় এই শিক্ষাদান করে আসছেন। প্রধান শিক্ষক বিদুৎপাল বলেন, বর্তমানে এই স্কুলটিতে ১১৯ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আজিজুল ইসলাম বলেন, ফুলবাড়ী উপজেলার বেতদিঘী, কাজিহাল, আলাদিপুর, দৌলতপুর ইউনিয়ন ও পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রতিবন্ধী শিশুরা শিক্ষা নিতে আসে, সেই শিক্ষার্থীদের আসা-যাওয়া করার জন্য বিদ্যালয়টির নিজস্ব ভ্যান গাড়ি রয়েছে, তবে আসা-যাওয়ার খরছ শিক্ষার্থীদের অভিভাবকেরা বহন করে। আজিজুল ইসলাম বলেন, সরকার যদি বিদ্যালয়টির দিকে নজর দেয়, বা সহযোগীতার হাত বাড়িয়ে দেয়, তাহলে তিনি প্রতিবন্ধীদের প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করতে পারবেন। এজন্য তিনি সরকারের কর্তা ব্যক্তিদের দৃষ্টি কামনা করেছেন।  

অন্যান্য সংবাদ