শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ১০:৩০ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশিরভাগ পুলিশের আগ্রহ জাতিসংঘ মিশন

ইসমাঈল হুসাইন ইমু : পুলিশের বেশিরভাগ সদস্যই জাতিসংঘ মিশনে যেতে চায়। দেশে থেকে দাযিত্ব পালনের মাধ্যমে যে পরিমাণ বেতন পান তার থেকে অনেক বেশি বেতন পান মিশনে। এ কারণে জাতিসংঘ মিশনে যেতে আগ্রহ দেখা যায়। গতকাল একাধিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকে। এর অন্যতম প্রধান কারন হচ্ছে আর্থিক নিরাপত্তা। একজন পুলিশ কর্মকর্তা সেখানে দেড় দুই বছর কাজ করলে প্রায় অর্ধকোটি টাকা উপার্জন করেন। এটা একটা আর্থিক নিরাপত্তা। একজন মানুষের ৫০ লাখ টাকা থাকলে সেই টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে ভালভাবেই দিনাতিপাত করতে পারেন।

বাংলাদেশে সেভাবে ভাবমূর্তি গড়ে তুলতে না পারার অনেক কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পুলিশ সদস্যরা যে বেতন পান- সেই টাকা দায়িত্ব পালন করতে গিয়েই তাদের খরচ করে ফেলতে হয়। একজন সাব ইন্সপেক্টর কোনো সোর্সমানি পান না। অথচ তাকে নানা কাজে সোর্স নিয়োগ করতে হয়। মামলা তদন্তে করতে গিয়ে দুর দুরান্তে যেতে হয়। সেখানে যাতায়াত খরচসহ নানাবিধ খরচ নিজেকেই বহন করতে হয়। ফলে তাদের বাড়তি আয় করতে হয় এবং সেটা মামলার বাদি, বিবাদীর কাছ থেকে তারা নেন। ফলে সংশ্লিষ্টদের কাছে পুলিশ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮ হাজার ৪১৯ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ শেষ করেছেন। এরমধ্যে নারী সদস্য রয়েছেন ১ হাজার ১৮৪ জন। বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি, মালি, দক্ষিণ সুদান, লাইবেরিয়া, থাইল্যান্ড ও জাতিসংঘ সদর দফতরে ৮১৫ জন পুলিশ সদস্য কাজ করছেন। পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি মিশনে কাজ করতে গিয়ে ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। ১৯৮৯ সাল থেকে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ সদস্যরা জাতিসংঘে যাত্রা শুরু করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়