Skip to main content

বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় শচীন মেলার উদ্বোধন 

মাহফুজ নান্টু : কুমিল্লায় প্রথমবারের মতো দুইদিন ব্যাপী শচীন মেলার আয়োজন করা হয়েছে।ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দর‌্যালীর মধ্য দিয়ে মেলার আয়োজন শুরু হয়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে নগরীর চর্থা এলাকায় শচীন দেব বর্মণের পৈত্রিক নিবাসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এসময় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এর আগে নগরীর ইউসুফ বহুমুখী হাইস্কুল থেকে একটি র‌্যালি বের হয়ে শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দীর্ঘদিন পর এই বাড়িটি শচীন প্রেমিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। মেলা উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সেমিনার ও গানের আসরসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। দুইদিন ব্যাপী আয়োজিত এ মেলায় শচীন দেব বর্মণের বিভিন্ন ছবি বাড়িতে সাটানো হয়েছে। এছাড়া নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সংস্কৃতি অঙ্গণে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে মেলায় ১৫টি স্টল দেয়া হয়েছে। তোরা কে যাস রে ভাটির নাও বাইয়া আমারে ভাইধনরে কইয়ো নায়র নিতে আইয়া, তুমি এসেছিলো পরশু কাল কেন আসোনি, তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল এমন অনেক কালজয়ী গানের রচিয়তা কিংবদন্তীতূল্য শিল্পি সুরকার সঙ্গীত শিল্পি শচীন দেব বর্মণ যিনি বিংশ শতাব্দিতে এ উপমহাদেশে এসডি বর্মণ নামে সমাধিক পরিচিত। উল্লেখ্য, নগরীর চর্থা এলাকায় মুরগির খামারের পাশে জঙ্গলে পরিণত শচীন দেবের পৈত্রিক নিবাসটি নিয়ে ২০১৪ সালে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জরাজীর্ণ বাড়িটি পরিদর্শনে আসেন সংস্কৃতি মন্ত্রী আছাদুজ্জামান নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে কুমিল্লা জেলা প্রশাসন বাড়িটি দখলে নেয়। ২০১৫ সালের ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শচীন দেব বর্মণের বাড়ির সংস্কার কাজের উদ্বোধন করেন।