শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০৬:১৬ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিচারালয়কে হাতের তালুতে রেখে ইচ্ছেমতন ব্যবহার করা যায়’

অনলাইন ডেস্ক : লেখক ও ব্লগার নিঝুম মজুমদার বলেছেন, বিচারালয়কে হাতের তালুতে রেখে ইচ্ছেমতন ব্যবহার করা যায়। এই সময়টা বড় করুন, বেদনাবিদ্ধ ও হতাশার।

বুধবার ব্যক্তিগত ফেসবুকে এসব কথা লিখেছেন তিনি।

নিঝুম মজুমদার- এর ভাষায়, এ এক অদ্ভুত সময়। এ সময়ে যাকে ইচ্ছে তাকে রাজাকার বলে গাল দিয়ে তাকে দেশদ্রোহী করে ফেলা যায়, ধুম করে দৌড়ে এসে মুখে চট করে পোড়া মবিল লাগিয়ে দেয়া যায়, হরতালের নাম করে পেট্রোল বোম মেরে সব ছারখার করে দেয় যায়, হেলমেট পরা একটা বাহিনীকে লেলিয়ে দেয়া যায়। হাতুড়ি দিয়ে একদল কিশোরকে খুন করতে পরামর্শ দেয়া যায়, ৪ বছরের শিশুকে ধর্ষন করা যায়, ৫ বছরের শিশুর সামনে তাঁর বাবা ও মা'কে হত্যা করা যায়, লিখবার অপরাধে হত্যা করা যায়, কোপানো যায়।

‘যে কারো নামে মাছ চুরির মামলা, প্লেট চুরির মামলা দেয়া যায়, বিচারালয়কে হাতের তালুতে রেখে ইচ্ছেমতন ব্যবহার করা যায়, এ সময়ে এহসানদের মত যুবকদের একটা ক্যালকুলেটরের জন্য পিটিয়ে প্রায় অন্ধ করে দিয়ে মালেশিয়া পাঠিয়ে দেয়া যায়...’

এই সময়টা বড় করুন। বেদনাবিদ্ধ। হতাশার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়