শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০৫:১৭ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোলামনে আলোচনা হলে ইতিবাচক পরিবর্তন সম্ভব : মওদুদ আহমেদ

জুয়েল খান : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, আওয়ামী লীগের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের যে আলোচনা হতে যাচ্ছে তা তিনি ইতিবাচকভাবে দেখছেন। তিনি বলেন, আলোচনার মধ্যদিয়েই একটা সুষ্ঠু সমাধান হবে। তবে আমাদেরকে অবশ্যই খোলামনে বিনা দ্বিধায় আলোচনা করতে হবে।

বুধবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

মওদুদ আহমেদ বলেন, দেশে যাতে অবাধ ও নিরোপেক্ষ নির্বাচন হয় তার জন্য সরকারকেই মূল ভূমিকা নিতে হবে। তবে আমাদেরও একটা ভূমিকা রয়েছে। আমদেরকে আস্থার সাথে দাবি উপস্থাপন করতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা ৭ দফা দাবি উপস্থাপন করেছি এবং চিঠির মাধ্যমে তা জানিয়েছি। অতএব আমরা ধরেনিতে চাই যে এই ৭ এবং ১১ টা লক্ষ্যের মধ্যেই আলোচনা হবে। যেহেতু আমাদের পক্ষ থেকেই আলোচনার আহ্বান জানানো হয়। তাই আমাদেরকে অবশ্যই খোলা মনে আলোচনায় অংশ নিতে হবে। আমরা যারা এই ঐক্য প্রকৃয়ার সাথে যুক্ত তারা প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়েছি। এবং আমরা আশাবাদি এই আলোচনার মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তন হবে।

সংবিধান সংশোধন করার বিষয়ে তিনি বলে, দশম জাতীয় সংসদের অধিবেশন শেয় হয়েছে। কিন্তু সংসদ এখনও জীবিত আছে। তাই এই সংসদ ইচ্ছা করলেই যে কোনো সময় আবার অধিবেশন আহ্বান করতে পারবে এতে আইনগত কোনো ধরনের বাধা নেই বলে জানান তিনি। বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়