শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভীষ্ট লক্ষ্য অর্জনে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন

রাইজিংবিডি : ভিশন ২০৪১ এর অভীষ্ট লক্ষ্য অর্জনে দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্যমুক্ত রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। যেখানে নিশ্চিত হবে সুশাসন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে এমন অভিমত ব্যক্ত করেন আলোচকরা।

‘টেকসই অর্থনীতির যাত্রাপথ: ভিশন ২০৪১, বাংলাদেশের করণীয়’ শীর্ষক দুদিনের এই সম্মেলনে সভাপতিত্ব করেন পিকেএসএফ এর সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, ঢাকা স্কুল অব ইকোনমিকস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ ইউনিভার্সিটি অব অস্ট্রেলিয়া, ইউনিভার্সিটি অব বাথ ইউ.কে এবং জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে মন্তব্য করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল মান্নান বলেন, স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীলের কাতারে পৌঁছালেও টেকসই অর্থনীতির উন্নয়ন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের দুর্নীতি যদি কমানো যায় বর্তমান জিডিপি আরো দুই শতাংশ বাড়ানো সম্ভব।

সম্মেলনে সভাপতির বক্তব্যে ড. খলীকুজ্জমান আহমদ বলেন, ২০৩০ সালের মধ্যে ‍এসডিজি অর্জন করতে হলে সবাইকে নিয়ে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। মুক্তিযুদ্ধের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা আজ সারা বিশ্ব গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।

সম্মেলনে শিল্পায়ন, কৃষি, খাদ্য নিরাপত্তা, গণস্বাস্থ্য, পুষ্টি, জলবায়ু পরিবর্তনসহ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা সর্বমোট ১৫টি পেপার উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়