শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০৮:১৪ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইস কিউব মেকারে ৩ কেজি স্বর্ণ, আটক ১

সুজন কৈরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১কোটি ৬০লাখ টাকা মূ‌ল্যের ৩কেজি ২শ' গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় আটক করা হয়েছে মোহাম্মদ নাসিরউদ্দিন নামের এক যাত্রীকে। কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা ৩৩ বছর বয়সী ওই যাত্রী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে (ইকে -৫৮৬) ঢাকায় পৌছান। পরে তাকে আটক করে স্বর্ণ উদ্ধার করে কাস্টমস হাউস।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদে ফ্লাইট থেকে নামার পর যাত্রী নাসিরউদ্দিনকে বোর্ডিং ব্রিজ এলাকা থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাকে আটক করে শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। তার কাছে কোন ব্যাগেজ ঘোষণাপত্র পাওয়া যায়নি। তার দেহ তল্লাশী করলেও কিছু পাওয়া যায়নি।কিন্তু তার লাগেজে থাকা আইস কিউব মেকারের কম্প্রেসারের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় তিনটি পাত উদ্ধার করা হয়। পাত তিনটি সিলভার কালারে প্রলেপ দেওয়া। যা ঘষার পরে সোনার অস্তিত্ব পাওয়া যায়। উদ্ধার করা সোনার ওজন ৩ কেজি ২শ' গ্রাম যার আনুমানিক দাম ১কোটি ৬০ লাখ টাকা।

ডিসি বলেন, এ ঘটনায় দি কাস্টমস এ্যাক্ট এবং স্পেশাল পাওয়ার এ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করে যাত্রীকে থানায় সোপর্দ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়