শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০৬:৫৯ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্টের ১৬ জন যাবেন গণভবনে

প্রিয় সংবাদ : ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৬ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন।

৩০ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

এর আগে মঙ্গলবার সকালে সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে পয়লা নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐক্যফ্রন্টের নেতা আবদুল মালেক রতন ১৬ জনের নাম জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ড. কামাল হোসেনের নেতৃত্বে গণভবনের সংলাপে বসতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও মির্জা আব্বাস থাকবেন। নাগরিক ঐক্য থেকে থাকবেন মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম। গণফোরাম থেকে মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী, জেএসডি থেকে আ স ম আবদুর রব, আবদুল মালেক রতন, তানিয়া রব; ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন গণভবনে যাবেন। আর স্বতন্ত্র হিসেবে থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ বিষয়ে রতন বলেন, ‘আজকালের মধ্যে এই তালিকা গণভবনে পাঠিয়ে দেওয়া হবে। আমরা মোট ১৬ জনের প্রতিনিধি দল যাব সংলাপে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়