শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০৪:০২ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের দুই স্টিল কোম্পানিকে ২য় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দেবার নির্দেশ দক্ষিণ কোরিয় আদালতের

আসিফুজ্জামান পৃথিল : ২য় বিশ্বযুদ্ধের সময় স্টিল মিলে জোর করে কাজ করানোর জন্য ৪ কোরিয় শ্রমিককে ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। নিপ্পন স্টিল ও সুমিতোমো মেটালকে করা হয়েছে এ জরিমানা। এ রায়টি অসম্ভব এবং অচিন্ত্যনিয় বলে উল্লেখ করেছে জাপান সরকার।

১৯১০ থেকে ১৯৪৫ পর্যন্ত কোরিয়ায় জাপানি দখলদারিত্বের সময় প্রচুর পরিমানে জোরপূর্বক দ্বাসত্বের ঘটনা ঘটে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট এ দুই কোম্পানিকে ১০ লাখ ওন অথবা ৮৭ হাজার ৭০০ ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়। এই ৪ কোরিয়র মাত্র একজন রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। ৯৪ বছর বয়সি লি চুন-সিক বলেছেন, নিজের রায় নিজ কানে শোনা খুবই হৃদয়বিদারক। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ৪ জন ছিলাম। কিন্তু এখানে আমি একা উপস্থিত হয়ে মর্মাহত। আমি কানানা আটকাতে পারছি না।’

এই ৪ জন জাপানি স্টিল কোম্পানিদুটোর জন্য ১৯৪১ থেকে ৪৩ সালের মধ্যে কাজ করতে বাধ্য হন। ১৯৯৭ সালে তারা কোম্পানিদুটোর বিরুদ্ধে মামলা করেন। কিন্তু এ মামলা খারিজ হয়ে যায়। আদালত এবং জাপান সরকার উভয়েই মত দিয়েছিলো, ১৯৬৫ সালের চুক্তির আওতায় কোরিয়াকে যে অর্থ দেওয়া হয়েছে তার ভেতরেই এ ক্ষতিপূরণ আদায় হয়ে গেছে। ২০০৫ সালে লি চুন-সিক আলাদাভাবে কোরিয় আদালতে মামলা করেন। জাপানি কোম্পানিগুলো জানিয়েছে, এ রায় অগ্রহণযোগ্য। কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদ এর রায় গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ডয়েচে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়