শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০৩:২৮ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিনল্যান্ডের আর্কটিক উপকূলে তেল উত্তোলনে আগ্রহী চীনা কোম্পানি

নূর মাজিদ : ২০২১ সালে রাষ্ট্রীয়ভাবে আর্কটিক উপকূল সংলগ্ন সমুদ্রবক্ষে তেল ও গ্যাস উত্তোলনে ইজারা দেয়ার দরপত্র আহ্বান করবে গ্রিনল্যান্ড। এই ইজারায় বিপুল তেল ও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্লকগুলো ইজারা দেয়া হবে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে। এই বিষয়ে ইতোমধ্যেই চীনা কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করেছে, জানিয়েছেন দেশটির জ্বালানি ও শিল্প বিষয়কমন্ত্রী আক্কালু জেরিমিয়াসেন। গতকাল মঙ্গলবার দেশটির জ্বালানিমন্ত্রী বলেন, চীনের রাষ্ট্রায়ত্ত জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন-সিএনপিসি এবং উপকূলীয় তেল উত্তোলনকারী সংস্থা-সিএনওওসি এই ইজারার দরপত্র কেনার আগ্রহ প্রকাশ করেছে। মূলত গ্রিনল্যান্ডের মূল ভূখন্ডের পশ্চিমে অবস্থিত ডিস্কো দ্বীপ এবং নাসোউক উপদ্বীপ সংলগ্ন সমুদ্র ব্লকগুলো ইজারা দেয়া হবে। তবে ডিস্কো দ্বীপ ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এই সমস্যা সমাধানে গ্রিনল্যান্ডের সরকার দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার জেরিমিয়াসেন আরও জানিয়েছেন, মে মাসে দায়িত্বগ্রহনের পরেই তিনি চীনা তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়াও চীনের রাষ্ট্রীয় জ্বালানি কমিশনের কর্তাদের সঙ্গেও তার বৈঠক হয়েছে বলে জানান জেরিমিয়াসেন। এই বিষয়ে গ্রিনল্যান্ডের জ্বালানি উপমন্ত্রী জোরন স্কোভ নিয়েলসন বলেন, বৈঠকে চীনা কর্মকর্তারা আরও বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী বৈঠকে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়