শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০৩:২৩ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে চায়ের ৬ষ্ঠ নিলাম ৭০ কোটি ২০ লাখ টাকার চা বিক্রি

স্বপন কুমার দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের ৬ষ্ঠ নিলাম সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল থেকে শুরু হয়ে নিলাম ডাক চলে সন্ধ্যা পর্যন্ত। নিলামটি যৌথভাবে পরিচালনা করে শ্রীমঙ্গলের টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স লিমিটেড এবং চট্টগ্রামের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে জেরিন চা বাগানের ব্যবস্থাপক মো. সেলিম রেজা আমাদের অর্থনীতিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিলামে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বাগানগুলোর ২৩ লাখ ৭১ হাজার ৬শত কেজি চা তোলা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫০৬ লটে ১৯ লাখ ২৮ হাজার ৩০০ কেজি ছিল লিফ চা এবং ৮০৬ লটে ৪ লাখ ৪৩ হাজার ৩০০ কেজি ছিল ডাস্ট চা। জালালাবাদ ব্রোকার্স লিমিটেড, ইউনিটি ব্রোকার্স, প্রগ্রেসিভ ব্রোকার্স, ন্যাশনাল ব্রোকার্স, কে এস ব্রোকার্স, পূর্ববাংলা ব্রোকার্স, প্রডিউস ব্রোকার্স এবং প্ল্যান্টার্স ব্রোকার্সের প্রতিনিধিরা এ নিলামে অংশ নিয়েছেন।

টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স লিমিটেডের সদস্য কাউছার ইকবাল জানান, নিলামে দেশের বিভিন্ন চা বাগানের ২৩ লাখ ৭১ হাজার ৬০০ কেজি চা বিক্রির জন্য তোলা হয়। নিলামে প্রতি কেজি চায়ের গড় মূল্য ছিল ২৯৬ টাকা। সব মিলিয়ে ৭০ কোটি ২০ লাখ টাকার চা বিক্রি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়