Skip to main content

সৌদি এ্যাটোর্নি জেনারেলের বক্তব্যে সন্তুষ্ট নয় তুরস্ক

সাইদুর রহমান: তুরস্কের ইস্তুম্বুলে নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকা-ের ঘটনায় তদন্ত করতে তুরস্কে সফরে রয়েছেন সৌদি আরবের এ্যার্টোনি জেনারেল সাউদ আল-মোজেব। তার সঙ্গে বৈঠক নিয়ে ইতোমধ্যেই অসন্তুষ্টি জানিয়েছে আঙ্কারা। গত রবিবার রিয়াদ থেকে ইস্তাম্বুল পৌঁছান সৌদি আরবের শীর্ষ প্রসিকিউটর। দৃশ্যত খাশোগি হত্যাকা-ের ঘটনায় সৌদিতে আটক ১৮ সন্দেহভাজনের তথ্য তুরস্ককে সরবরাহ করতে দেশটি সফরে যান তিনি। কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শেষ পর্যন্ত আঙ্কারাকে এ সংক্রান্ত কোনও তথ্য দেননি তিনি। আলজাজিরা জানিয়েছে, ৭৫ মিনিট ধরে সৌদি আরবের শীর্ষ প্রসিকিউটরের সঙ্গে তুর্কি কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু দুই পক্ষই নিজ নিজ জায়গায় অনড় থাকায় আলোচনা ফলপ্রসূ হয়নি। তিনি বলেন, তুর্কি কর্তৃপক্ষ চেয়েছিল হত্যাকা-ের ঘটনায় সন্দেহভাজন ১৮ জনের ব্যাপারে বিশদ তথ্য দেবেন সৌদি প্রসিকিউটর। বিশেষ করে কে এই হত্যাকা-ের নির্দেশ দিয়েছে এবং কে লাশ গুম করার নির্দেশ দিয়েছে। বিপরীতে সৌদি প্রসিকিউটর চেয়েছিলেন, তুরস্কের হাতে থাকা এ সংক্রান্ত জোরালো প্রমাণাদির ব্যাপারে তথ্য পেতে। ফলে পুরো বৈঠক নিয়ে অসন্তুষ্টির কথা জানায় রিয়াদ। সৌদি প্রসিকিউটর এখন নিজ দেশে ফিরে যাবেন এবং বিষয়টি নিয়ে শীর্ষ সৌদি নেতৃত্বের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা নেবেন। সূত্র: আল-জাজিরা