শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০১৮, ০১:০১ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০১৮, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় দিন শেষেই ইনিংস হারের শঙ্কায় আশরাফুলের মেট্রো

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের খেলায় দ্বিতীয় দিনেই এগিয়ে গেছে ঢাকা বিভাগ ও রংপুর বিভাগ। চারটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচের দুইদিনই কেটেছে বৃষ্টির ছোঁয়ায়। বাকি দুটি ম্যাচে লড়াই বেশ জমেই উঠেছে। ঢাকা ডার্বিতে ঢাকা মেট্রোর বিরুদ্ধে এগিয়ে থেকেই দিন শেষ করেছে ঢাকা বিভাগ। অন্যদিকে রাজশাহীর বিরুদ্ধে এগিয়ে আছে রংপুর বিভাগ।

এনসিএলের পঞ্চম রাউন্ডের টায়ার-২ এর ম্যাচে বগুড়াতে চলছে ঢাকা ডার্বির ম্যাচ। ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ৫৯ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে। জবাবে বড় সড় টার্গেটের লিড নিয়েছে ঢাকা বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে ঢাকা বিভাগ করেছে ৩৮৬ রান। শুভাগত হোমের ঝড়ো শতকে ভর করেই বড় লিড পেয়েছে ঢাকা। রনি তালুকদারের ৮৬ এবং তাইবুরের ৫৬ এবং সাইফের ৪৯ রানে ভর করেই চারশ ছোঁয়া ইনিংস দাঁড় করায়।

ঢাকা বিভাগকে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেও বিপদে পড়েছে মেট্রো। প্রথম ইনিংসের সমান রান করতেই হারিয়েছে মোহাম্মদ নাইম ও শামসুর রহমানের উইকেট। এর আগে মেট্রোর হয়ে বল হাতে ৪ উইকেট নেন সৈকত আলী। সাদমান ইসলাম ২৬ রানে ক্রিজে আছেন। ২৬৮ রানে পিছিয়ে থেকে ইনিংস হার এড়াতেই তৃতীয় দিনে মাঠে নামবে মেট্রো।
অন্যদিকে দিনের অপর ম্যাচে টায়ার-১ এর খেলায় রংপুরের ক্রিকেট গার্ডেনে রাজশাহী মোকাবেলা করছে রংপুর বিভাগকে।

ঘরের মাঠে শুরুতে ব্যাটিং করে রাকিন, নাইম ও ধীমানের ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩৩৬ রান তুলেছে। রংপুরের হয়ে রাকিন ৭৯, নাইম ৮৬ এবং ধীমান ঘোষ ৫৭ রান করেন। রাজশাহীর হয়ে সানজামুল ৭টি, শফিকুল ২টি এবং দেলোয়ার ১টি উইকেট নেন।

রংপুরকে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসের শুরুতেই বিপদে পড়ে যায় সফরকারীরা। দলীয় ৪ রানে প্রথম এবং ২২ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। তবে এরপরে আর বিপদ বাড়তে দেননি জুনায়দে সিদ্দিকী ও ফরহাদ হোসেন। ৪২ রানে অপরাজিত এ জুটি তৃতীয় দিনের খেলা শুরু করবেন। রংপুরের হয়ে দুটি উইকেটই শিকার করেছেন রবিউল হক।

একই রাউন্ডে বরিশাল ও খুলনা এবং চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ দুটি বৃষ্টির কারণে দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়