শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ১১:২৭ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে জাতীয় সংগীত প্রতিযোগিতা শুরু হচ্ছে

তরিকুল ইসলাম সুমন : ২০১৯ সালে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। সূত্র জানায়, সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনা অনুয়ায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাঠপর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। এর আগে ২০১৮ সালেও এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীতচর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৯ এবং ২৬ মার্চ সারা দেশে ও বিদেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করা হবে।

স্কুল, কলেজ, মাদ্রাসা পর্যায়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্তঃশ্রেণি প্রতিযোগিতার পর ইউনিয়ন, উপজেলা (পৌরসভাসহ), জেলা/সিটি করপোরেশন, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্যায়ে শ্রেষ্ঠ দলকে পুরস্কৃত করা হবে।

জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা জানুয়ারি থেকে মার্চ ২০১৯ সময়ে অনুষ্ঠিত হবে। তিনটি স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরে স্কুল ও মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিক স্তরে স্কুল ও মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক স্তরে কলেজ ও মাদ্রাসায় একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় প্রতিটি স্তরে প্রতিদলে সদস্য সংখ্যা হবে ১০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়