শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ১০:২৬ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গি মেজর জিয়াসহ ৮ জনের চার্জশিট দাখিল

ইসমাঈল হুসাইন ইমু : প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার ঢাকা মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করে। দীপন হত্যার তিন বছর পর চার্জশিট দেওয়া হলো।

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। অভিযুক্তরা হলেন, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আব্দুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আব্দুল্লাহ।

ঘটনার সঙ্গে আরও দু’জনের সম্পৃক্ততা থাকলেও তাদের নাম, পরিচয়, ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ওই দু’জনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়নি। অভিযুক্তদের মধ্যে ৬ জন গ্রেফতার আছে। তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক রয়েছে। এ মামলায় এখনও দুইজন পলাতক। তারা হলেন, সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় খুন হন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। ওইদিনই দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়