Skip to main content

‘শাস্তির’ মুখে বিজেএমসি!

সারাবাংলা: ম্যাচ শুরু হওয়ার পর একটা দৃশ্য খুব দৃষ্টিকটু লাগছিল। একটি ক্লাবের ডাগ আউট শূন্য। যেখানে কোচের থাকার কথা ছিল, সেখানে কেউ নেই। পরে খোঁজ নিয়ে দেখা গেল ক্লাবটির কোনও কোচই নেই!দৃশ্যটা দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম বড় আসর চলতি ফেডারেশন কাপে। রবিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গ্রুপ বি’এতে সাইফ স্পোর্টিং বনাম টিম বিজেএমসি ম্যাচ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেডারেশন কাপে টিম বিজেএমসি অংশ নিয়েছে কোচ ছাড়াই। মূলত টিম বিজেএমসি প্রথমে যাকে কোচ হিসেবে নিয়োজিত করেছিল, সেই কোচের কোন ‘এ’ লাইসেন্স নেই। কোচ ছাড়াই ডাগ আউট শূন্য রেখেই তাই দল নেমে গেছে মাঠে। যা শৃঙ্খলাভঙ্গের অপরাধ! সেটাই আমলে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পেশাদার টুর্নামেন্টে এমন ‘অপেশাদারিত্ব‘ শৃঙ্খলাভঙ্গের সামিল মনে করে ‘কারণ দর্শানোর নোটিশ (শোকজ)’ দিতে চলেছে বাফুফে। টিম বিজেএমসি মঙ্গলবার সকালে এ নোটিশ পাওয়ার কথা আছে বলে জানা যায়। ক্লাবটির জবাবের পর বাফুফের শৃঙ্খলা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিবে। বিষয় গুরুতর হলে জরিমানাও হতে পারে বলে জানা যায়।