শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৯:০৬ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ৭

সুজন কৈরী : চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করার অভিযোগে ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের ৭ জনকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রোর দক্ষিণ বিভাগ।

মঙ্গলবার দুপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার শারমীন জাহান বলেন, সোম ও মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়োগের কথা বলে বেকারদের কাছ থেকে জামানত হিসেবে টাকা জমা রেখে তা আত্মসাৎ করে।

বেকার যুবক ও তরুণকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও পণ্য বিক্রির মাধ্যমে টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রায় কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগেও সাভারের আশুলিয়া, গাজীপুর থেকে এই প্রতিষ্ঠানের লোকজন ২০১৫ ও ২০১৬ সালে পুলিশের হাতে গ্রেফতার হয়।

তারা পত্রিকা ও পরিবহনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। সিআইডি জানিয়েছে, প্রথমে খাওয়া ও বাসস্থানের সুবিধাসহ বিভিন্ন কোম্পানিতে মাসে ৮-১০ হাজার টাকা বেতনে চাকরির সঙ্গে পণ্য বিক্রির ওপর কমিশনের প্রলোভনে দেখিয়ে তরুণ ও বেকার যুবকদের আকৃষ্ট করা হয়। এরপর প্রশিক্ষণের কথা বলে তাদের কাছ থেকে ৩৫-৪০ হাজার টাকা জামানত নেওয়া হয়।

যোগদানের পরপরই প্রশিক্ষণের নামে তাদের চাকরিপ্রার্থী সংগ্রহের কৌশল শেখানো হয়। যত লোক জোগাড় করা যাবে, বেতন ও কমিশন তত বাড়তে থাকবে বলে প্রলুব্ধ করা হয় প্রশিক্ষণে । তাদের পরামর্শ অনুযায়ী চাকরি প্রত্যাশীরা আত্মীয়স্বজন ও বন্ধুসহ পরিচিতদের ওই প্রতিষ্ঠানে চাকরি পেতে উৎসাহিত করেন। তাদের কথায় অনেকেই জামানত দিয়ে ওই প্রতিষ্ঠানে যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়