Skip to main content

ঠাকুরগাঁওয়ে সাংস্কৃতিক উৎসব ও মেলা অনু‌ষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: সৃজনে উন্নয়নে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে হয়ে গেল সাংস্কৃতিক উৎসব ও মেলা। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শহরে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এসময় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী উপস্থিত ছিলেন। পরে সরকারের উন্নয়ন প্রচারে এক আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় উন্নয়ন মুলক ৫০টি স্টল স্থান পেয়েছে।

অন্যান্য সংবাদ