শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৪:৪৭ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংলাপের খবরে খুশি জামায়েতও

জিয়াউদ্দিন রাজু : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে নব্য ঘটিত জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের খবরে সন্তোষ প্রকাশ করেছে বিএনপির শরিকদল জামায়াতও। এ সংলাপ আসন্ন নির্বাচনসহ সার্বিক বিষয়ে দেশের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছে দলটি।

গতকাল সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে জানান, তারা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে রাজি আছেন।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এহসানুল মাহবুব জুবায়ের।

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপে বসার খবরে সন্তোষ প্রকাশ করে জামায়াতের এ নেতা বলেন, ‘আলোচনার মধ্য দিয়েই যেকোনো সমস্যার সমাধান হয়। এ সংলাপের মধ্য দিয়ে আলোচনার পথ প্রশস্ত হবে। এটা অবশ্যই ইতিবাচক । দেশ সংঘাতের দিকে না গিয়ে ভালো কিছুর দিকে এগিয়ে যাক, এটা সবাই চায়।’

তিনি বলেন, ‘সংলাপে বসতে আগে থেকেই সরকারকে বলা হচ্ছে। সরকার বারবার ‘না’ বলেছে। আমরা অপেক্ষা করছি- দেখি কি হয়। ’

সংলাপের খবরে জামায়াত খুশি কিনা- জানতে চাইলে জুবায়ের বলেন, ‘এটাতো (সংলাপ) দাবি ছিল। খুশি না হওয়ারতো কোনো কারণ নেই। সংলাপে আলোচনা হবে, মতবিনিময় হবে নির্বাচন নিয়ে’। সংলাপের মধ্য দিয়ে মঙ্গলজনক কিছু হবে বলেও প্রত্যাশা করছেন তিনি। সূত্র: ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়