শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ১১:৩৬ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচনে ভারতের সহায়তা আশা করছে বিএনপি

অনলাইন ডেস্ক : একাদশ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভারতের ভূমিকা আশা করছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু দিল্লিতে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করে এমন আশা প্রকাশ করেছেন।

গতকাল সোমবার ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পত্রিকাটি লিখেছে, দিল্লি সফরে এসেছেন বাংলাদেশের কারাবন্দী বিরোধী নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। উদ্দেশ্য, ক্ষমতাসীন দল বিজেপি ও সংঘের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো। পাশাপাশি বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ভারতের ভূমিকা চায় বিএনপি।

বৈঠকে বিএনপি নেতা ‘আগামী একাদশ নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে মোদি সরকারের ভূমিকা আশা করছেন। কারণ বিএনপি মনে করে ২০১৪ সালের ৫ জানুয়ারি শেখ হাসিনা যে এক তরফা নির্বাচন করেছিল, একইভাবে এবারের নির্বাচনও করতে চায়। এ কারণে আগামী ডিসেম্বরের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাউথ ব্লক যেন ঢাকাকে কূটনৈতিক চাপ দেয় মিন্টু সেই অনুরোধ করেছেন বিজেপির নেতা-মন্ত্রীদের কাছে।

পত্রিকাটি আরো জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির নীতি নির্ধারকদের বার্তা নিয়ে মিন্টু সফর করছেন। বিজেপি নেতাদের বার্তা দিয়েছেন, দিল্লির সঙ্গে আওয়ামী লীগের মতো বিএনপিও কাজ করতে চায়। এছাড়া ক্ষমতায় গেলে বিএনপি সংসদে সংখ্যালঘু হিন্দুদের প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি মন্ত্রিপরিষদে বেশ কয়েকজন সদস্যও রাখবেন বলে বিজেপি নেতাদের জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে আরএসএসের কয়েকজন নেতার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছিল। সেই প্রতিনিধি দলে ছিলেন মিন্টু। ব্যাংককে দিল্লি কয়েকজন আধিকারিকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক হয়েছে কয়েক মাস আগে। সেখানেও মিন্টু ছিলেন। বছর খানেক আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেলে আরএসএসের প্রবাসী কিছু নেতার সঙ্গে তার কথা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়