শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৬:০৪ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার আসিবো ফিরে এই সংসদে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন : জাতীয় সংসদের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবনানন্দ দাশের কবিতার পঙ্‌ক্তির উল্লেখ করে তিনি বলেন, ‘আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। আবার আসিবো ফিরে এই সংসদে।’ সোমবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে যে পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো তা সমাপ্ত করতে আরও সময় প্রয়োজন। বাংলাদেশের জনগণ সেই সময় ও সুযোগটা দিতে পারে।’ তিনি বলেন, ‘আগামী ইলেকশনে জনগণ ভোট দিয়ে আবার সেবা করার সুযোগ দিলে যে লক্ষ্য স্থির করেছি, তা নিশ্চয়ই পূরণ করবো। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। উন্নয়নের ছোঁয়া আজ বাংলাদেশে লেগেছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আমাদের নৌকা মার্কায় ভোট দেবে। দেশবাসীকে অনুরোধ করবো, আপনারা আমাদের ভোট দিন। আবার সেবা করার সুযোগ দিন। এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অদম্য গতিতে এগিয়ে যাবে। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।’

গণতান্ত্রিক পরিবেশ থাকলে দেশের যে উন্নয়ন হয় তা আজ প্রমাণিত বলে মন্তব্য করে সংসদ নেতা বলেন, ‘জীবনের কোনও চাওয়া-পাওয়া নেই। আমার বেঁচে থাকাটা একটি অ্যাক্সিডেন্ট। গ্রেনেড হামলা বোমাবাজিসহ অনেক কিছূ আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমি জানতাম এমন আঘাত আমার জীবনে আসবে। যেকোনও সময় মৃত্যুকোলে ঢলে পড়তে পারি। তা জেনেও যতক্ষণ এ দেহে প্রাণ আছে, ততক্ষণ মানুষের জন্য কাজ করে যাবো। আমি দিনরাত কঠোর পরিশ্রম করেছি দেশের মানুষের কল্যাণে। জনগণকে সুন্দর জীবন দিতে। সেই আকাঙ্ক্ষা নিয়ে শ্রম দিয়ে যাচ্ছি। যতক্ষণ আছি, শ্রম দিয়ে যাবো।’

বিরোধী দলের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। অতীতের মতো দশম সংসদে বর্বরতা, অশালীন বাক্য শুনতে হয়নি। সংসদ সম্পর্কে মানুষের যে বিরূপ ধারণা সৃষ্টি হয়েছিল, তা দূর করে সংসদ যে দেশ, জনগণ ও জাতির স্বার্থে কাজ করে, তা মানুষের মধ্যে ফিরে এসেছে।’

সংসদের এই অধিবেশনটি শেষ হতে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যদি কোনও অঘটন বা দুর্ঘটনা না ঘটে ও যুদ্ধবিগ্রহ না লাগে, তাহলে এটাই চলতি সংসদের শেষ অধিবেশন। মানুষ আমাদের ভোট দিয়েছিল। আমরা তার মর্যাদা রাখতে পেরেছি। আমরা দাবি করতে পারি, দিনবদলের সনদ বাস্তবায়িত হয়েছে।’ তিনি বলেন, ‘মানুষ ভোট দিয়েছিল, তার মর্যাদা রক্ষা করেছি। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। যেসব কর্মসূচি নিয়েছি, তা বাস্তবান হলে মানুষের কর্মসংস্থানের অভাব হবে না। বাংলাদেশের জনগণ যদি ভোট দেয়, আমরা যদি আবারও সরকার গঠন করতে পারি, তাহলে দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারবো।’ আগামীতে ক্ষমতায় আসতে পারলে দেশকে দুর্নীতিমুক্ত করারও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়