শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৬:১৪ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের গতিশীলতা বাড়াতে কৃষি শুমারির ২৯ কর্মকর্তা গাড়ি পেলো

সাইদ রিপন: মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বাড়াতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বিভাগীয় ও জেলা পর্যায়ের ২৯ কর্মকর্তাকে ৪৯ লাখ টাকা দামের গাড়ি দেয়া হয়েছে। মাঠ পর্যায়ে যুগ্ম পরিচালক ও উপপরিচালক হিসেবে এসব কর্মকর্তা কর্মরত আছে।

সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে ২৯ কর্মকর্তার হাতে গাড়ির চাবি তুলে দেন। কৃষি শুমারি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) প্রকল্পের আওতায় গাড়িগুলো দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় মোট ৪৯জন কর্মকর্তাকে গাড়ি দেয়া হবে। বাকি ২০ জন কর্মকর্তাকে আগামী ১৫ দিনের মধ্যে গাড়ির চাবি হস্তান্তর করা হবে। এবারই প্রথম মাঠ পর্যায়ে কর্মকর্তারা গাড়ি পেলেন।একক সরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে দরপত্র সংগ্রহ করে যানবাহন কেনায় বিবিএসকে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ।

দেশে ১০ বছর অন্তর অন্তর কৃষি শুমারি পরিচালিত হয়।২০০৮ সালের চতুর্থ কৃষি শুমারির পর চলতি বছর পঞ্চম শুমারি হতে যাচ্ছে।জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত কৃষি শুমারিতে গ্রাম ও শহরের সব তথ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে।

প্রকল্পের প্রধান কার্যক্রম কৃষি, মৎস্য ও প্রাণী শুমারি।সরকারের নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণে কৃষি জমির পরিমাণ, জমির ব্যবহার, কৃষক, শষ্য উৎপাদন, মৎস্য উৎপাদন এবং পাণিসম্পদ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করতে কর্মকর্তারা এসব গাড়ী ব্যবহার করবেন।

এ বিষয়ে প্রকল্প পরিচালক জাফর আহমেদ খান (যুগ্ম-সচিব) বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। মাঠ পর্যায়ে বিবিএস-এর কাজের গতি বাড়াতেই প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়ে ছিলেন। গাড়ির মাধ্যমে বিবিএসর কাজের গতি আরো বাড়বে বলে আশা করি।

গাড়ির চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, বিবিএস মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়