শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লাউড বাজার দখলে নিতে ৩ হাজার ৪০০ কোটি ডলারে রেড হ্যাটকে কিনছে আইবিএম

মাহাদী আহমেদ : অনলাইন ভিত্তিক স্টোরেজ সুবিধা ‘ক্লাউড’ সিস্টেমের বাজারকে দখলে নিতে ৩ হাজার ৪০০ কোটি ডলারে সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠাণ ‘রেড হ্যাট’কে কিনছে বিশ্বখ্যাত মার্কিন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠাণ ‘ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)।’

প্রতিষ্ঠান দু’টি ইতোমধ্যেই এ চুক্তি বিষয়ে আলোচনা শুরু করেছে যা এখনও তাদের শেয়ার হোল্ডার ও নীতি-নির্ধারকদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রেড হ্যাটকে আইবিএম কর্তৃক অধিগ্রহনের চুক্তিটি হতে যাচ্ছে চলতি বছরে কোনও টেক প্রতিষ্ঠানের অধিগ্রহণের সবচেয়ে আলোচিত চুক্তি।

আশা করা হচ্ছে আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে চুক্তিটি সমাপ্ত হবে। এ অধিগ্রহন সম্পর্কে আইবিএমে’র প্রধান গিনি রমেটি বলেন, ‘রেড হ্যাটকে অধিগ্রহন একটি ‘গেম চেঞ্জিং’ সিদ্ধান্ত। এটি ক্লাউড বাজারের সব কিছুকে বদলে দিবে।’

ক্লাউড সিস্টেম হলো এমন সফটওয়্যার ব্যাবস্থা যা কম্পিউটারের বদলে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। ড্রপবক্স, নেটফ্লিক্স, গুগল ড্রাইভ, ফ্লিকার, মাইক্রোসফট অফিস ৩৬৫, ইয়াহু মেইল এগুলো সবই ক্লাউড সার্ভিস।

এ সফটওয়্যারগুলোর একটি সমস্যা হলো এরা প্রায়ই একটি থেকে আরেকটিতে ডেটা স্থানান্তর করার ক্ষেত্রে অনুমতি প্রদান করে না। রেড হ্যাট জানিয়েছে তারা এ সমস্যাটি সমাধান করে ডেটা স্থানান্তর প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলেছে। আইবিএম ও রেড হ্যাট একত্রে আরও শক্তিশালী হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যাক্ত করেছে। - সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়