শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানএমডিবি স্ক্যান্ডালের কেন্দ্রে থাকা ইয়ট নিলামে তুলেছে মালেয়শিয়া

মাহাদী আহমেদ : মালয়েশিয়ার ওয়ানএমডিবি তহবিলের অর্থ কেলেঙ্কারী ঘটনার কেন্দ্রে থাকা বিলাশবহুল ইয়ট সোমবার বিক্রির জন্য নিলামে তুলেছে দেশটির সরকার।

রাষ্ট্রীয় তহবিলের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ইয়ট নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে দেশটির নব গঠিত সরকার। এ নিলাম কার্যক্রমটি পরিচালনা করছে যুক্তরাজ্য ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান বার্জেস ইয়ট।

এ নিলাম প্রসঙ্গে বার্জেস ইয়ট তাদের ওয়েব সাইটে এক বিবৃতিতে জানিয়েছে, কঠোর নিয়ম মেনে এ ইয়ট বিক্রির প্রক্রিয়াটি পরিচালনা করা হবে।

ওয়ানএমডিবি’র আইনজীবি ওং চি কোয়্যান আদালতের ধারাবাহিক শুনানীর পর শুক্রবার এ নিলামের ব্যাপারটি নিশ্চিত করেছেন। তিনি জানান, যারা এই নিলামে অংশগ্রহনে আগ্রহী তাদের আমানত হিসেবে দশ লক্ষ ডলার জমা দিতে হবে। তিনি আরও জানান, আগামী ২৮ নভেম্বর এ নিলাম কার্যক্রম সমাপ্ত হবে।

ওয়ানএমডিবি অর্থ কেলেঙ্কারী ঘটনার তদন্তে থাকা যুক্তরাষ্ট্রের অনুরোধে ইন্দোনেশিয়ার বালি থেকে আটক করা ২৫০ মিলিয়ন ডলার মূল্যের ইয়টটি আগস্ট মাস থেকেই মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় ক্ল্যাঙ্গ বন্দরে নোঙ্গর করে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মালয়েশিয়ার ওয়ানএমডিবি তহবিল থেকে দেশটির তৎকালিন উচ্চপদস্থ কর্মকর্তারা ও তাদের সহযোগীরা সাড়ে ৪’শ কোটিরও বেশি ডলার চুরি করেছে এবং তাদের অসংযত জীবন-যাপনে তা খরচ করেছে।

যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড সহ অন্তত ৬টি দেশ মালয়েশিয়ার এ রাষ্ট্রীয় তহবিলের অর্থ কেলেঙ্কারীর ঘটনার তদন্ত করছে। - আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়