শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০৩:১৭ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্প খাতে খেলাপি ঋণ বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ

রমজান আলী : শিল্প খাতেও গত অর্থবছরে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৬ শতাংশ। বর্তমানে খাতটিতে খেলাপি ঋণ ৪০ হাজার কোটি টাকার কাছাকাছি। এ খাতে বিতরণ করা ঋণের বড় একটি অংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে। খেলাপি ঋণের  পেছনে সামাজিক ও রাজনৈতিক শক্তি জড়িত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শিল্প ঋণে খেলাপির পরিমাণ প্রায় ৩৮ হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা ২০১৬-১৭ অর্থবছরে ছিল ৩০ হাজার ৫৫৫ কোটি টাকা। সে হিসাবে ১ বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ৭ হাজার ৯৪৫ কোটি টাকা বা ২৬ শতাংশ। এতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বড় ও ছোট শিল্প।

সংশ্লিষ্টরা বলছেন, প্রজেক্ট লোনের নামে ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা বের করা হয়েছে। এর পেছনে সামাজিক ও রাজনৈতিক শক্তি জড়িত। কিছু ক্ষেত্রে ব্যাংকারা অনিয়মে সহায়তা করছেন। এটি দমনে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সরকারও ছিল নীরব। মূলত রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া এর থেকে বের হওয়া সম্ভব নয়। জনগণের রায় নিয়ে নতুন সরকার এর একটি সুষ্ঠু সমাধান করবে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের শেষ মাস জুন পর্যন্ত শিল্প খাতে ৩ লাখ ৪৬ হাজার ৩৯৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। যা ২০১৬-১৭ অর্থবছর শেষে ছিল ৩ লাখ ৬৭২ কোটি টাকা। সে হিসাবে ১ বছরের ব্যবধানে শিল্প ঋণ বিতরণ বেড়েছে ৪৫ হাজার ৭২৫ কোটি টাকা বা ২৬.২১ শতাংশ।
এ সময়ে শিল্প ঋণ আদায় হয়েছে ২ লাখ ৭৩ হাজার ১৭৩ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৪.৯৬ শতাংশ বেশি। ২০১৬-১৭ অর্থবছরে শিল্পঋণ আদায়ের পরিমাণ ছিল ২ লাখ ৩৭ হাজার ৬২৭ কোটি টাকা। সম্পাদনা : শাহীন চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়