শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০২:৪১ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে কর্মসূচি দু’দিন বাড়াল বিএনপি

শিহাবুল ইসলাম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 'জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি'র মামলায় সাত বছরের সাজা দেয়ার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি আরও দুই দিন বাড়ানো হয়েছে। বর্ধিত কর্মসূচী হল-আগামী ৩ নভেম্বরে ঢাকাসহ সারাদেশের
জেলা সদর ও মহানগরে মানববন্ধন কর্মসূচি এবং ১ নভেম্বর ঢাকা সহ সারাদেশের জেলা সদর ও মহানগরীতে গণঅনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ভাইস চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সদস্য ও যুগ্ম মহাসচিব পর্যায়ের সিনিয়র নেতাদের বৈঠকের পর দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বর্ধিত এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাখ্যান করে এক দিনের কর্মসূচি ঘোষণা করেন। সেটি হল আগামী ৩০ তারিখ ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি।এ দুটি কর্মসূচিসহ মোট তিন দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি।

এতে সারাদেশের নেতা-কর্মীদের যথাযথ ভাবে কর্মসূচি পালন করার জন্য দলের পক্ষ থেকে আহব্বান জানানো হয়েছে।

ঢাকায় মানব্বন্ধন কর্মসূচি পালন করা হবে জাতীয় প্রেসক্লাবের সমনে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এবং গণঅনশন রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে পালন করা হবে।

রিজভী তার বক্তব্যে বেগম জিয়ার রায় নিয়ে বলেন, এই রায়ে সম্পূর্ণ অন্যায় ও অবিচার করা হয়েছে। একতরফা নির্বাচন করার জন্য সরকার আইন আদালতকে কব্জা করে নিষ্ঠুর আচরণ করছে। এখন যে আইনি প্রক্রিয়া এটা যথাযথ নয়, এটা আওয়ামী প্রক্রিয়া। খালেদা জিয়া ও তারেক রহমানকে জাতীয় নির্বাচন থেকে দূরে রাখার জন্যই এসকল রায় দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়