শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০২:১০ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্যায় করে পার পাওয়া যায় না : আওয়ামী লীগ

আহমেদ জাফর: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের মাধ্যমে দেশের আইনের শাসনের প্রতিফলন হিসেবে দেখছে আওয়ামী লীগের নেতারা। এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে দেশের আইন সবার জন্য সামান। কেউ অপরাধ করে পার পায় না। অপরাধের শাস্তি পেতেই হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পর প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আইন সবার জন্য সমান। অপরাধ করলে অপরাধী হিসেবেই বিবেচিত হবেই। রায়ে একটা বিষয় পরিষ্কার হয়েছে, দেশে আইনের শাসন চলমান আছে ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, এই রায়ের মাধ্যমে খালেদা জিয়ার দুর্নীতি আবার প্রমাণিত হয়েছে। আদালত এখন স্বাধীন। যারা এতিমের টাকা আত্মসাৎ করে তারা জনগণের জন্য কিছুই করতে পারবে না। তাদের দ্বারা কোনো কিছু সম্ভবনা। যারা জাতীর সাথে প্রতারণা করে তাদেরকে দেশের জনগণ চায় না। খালেদা জিয়া দুর্নীতি করেছেন তার শাস্তি আদালত দিয়েছেন। এরায়ে মাধ্যমে আইনের শাসনের আরও শক্তিশালী হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়