শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজিকে হত্যার বিষয়ে পূর্ব থেকেই জানত ব্রিটেন : ব্রিটিশ দৈনিক

সাইদুর রহমান: তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত সাংবাদিক জামাল খাসোগজিকে অপহরণের সৌদি চক্রান্ত সম্পর্কে আগে থেকে জানতো ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। ঘটনার ৩ সপ্তাহ পূর্বেই জানতে ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হওয়ার তিন সপ্তাহ আগেই তাক অপহরণের সৌদি ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’।

এক্সপ্রেস জানিয়েছে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সৌদি আরবের গোয়েন্দা কর্মকর্তাদের আভ্যন্তরীণ যোগাযোগ শনাক্ত করেছে। যেখানে তারা রাজ পরিবার থেকে আদিষ্ট হয়ে খাসোগজিকে অপহরণ করে সৌদিতে নিয়ে আসার নির্দেশ দেয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে পত্রিকাটি জানিয়েছে, এই নির্দেশ এসেছে রাজপরিবারের একজন সদস্যের কাছ থেকে। কিন্তু এর সঙ্গে সরাসরি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জড়িত থাকার সরাসরি কোনও তথ্য নেই।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, ২ অক্টোবর খাশোগি সৌদি কনস্যুলেটে যাওয়ার তিন সপ্তাহ আগে থেকে আমরা প্রাথমিকভাবে সচেতন ছিলাম যে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিছু ঘটতে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সৌদিতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ ছিল। কিন্তু শেষ পর্যন্ত বিকল্প ব্যবস্থায় একটি বড় ধরনের সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে।

সূত্রের ভাষ্যমতে, ২ অক্টোবর জামাল খাশোগিকে হত্যার একদিন আগেই সৌদি গোয়েন্দাদের তুরস্ক যাওয়ার বিষয়টি জানতে পারে যুক্তরাজ্য। তাদের তুরস্ক যাওয়ার উদ্দেশ্য ছিল পরিষ্কার। ব্রিটিশ কর্তৃপক্ষ তাদের চ্যানেলের মাধ্যমে এ ব্যাপারে সৌদি আরবকে সতর্ক করেছিল। বলা হয়েছিল যে, এটি কোনও ভালো চিন্তা ভাবনা নয়। কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহে দেখা যায়, সে সতর্কতা উপেক্ষা করা হয়েছিল। এর আগে ১০ অক্টোবর ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, মার্কিনগোয়েন্দা সংস্থাও ঘটনা জানত। তবে তাদের কাছে তথ্য ছিল, খাসোগজিকে ভার্জিনিয়া থেকে গ্রেফতার করা হবে। সূত্র: আল-জাজিরা, খালিজ অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়