শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০১:০২ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিক্সিং ইস্যুতে আইসিসির সমালোচনা আল-জাজিরার

ক্রিকফ্রেঞ্জি : কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা ম্যাচ-ফিক্সিং নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করলেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি কোন প্রকার পদক্ষেপ নেয়নি। যার ফলে আইসিসির সমালোচনা করেছে টিভি চ্যানেলটি।

চলতি বছরের প্রথম দিকে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল আল-জাজিরা। কিন্তু আইসিসি বারবারই তাদের কাছে নির্ভরযোগ্য প্রমাণ চাচ্ছে। চ্যানেলটি জানিয়েছে, তারা সব ধরণের প্রমাণই আইসিসিকে দিতে প্রস্তুত। তবে এর পূর্বে আল-জাজিরার তদন্তে উঠে আসা কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আইসিসিকে।

পাঁচ সপ্তাহ আগে প্রশ্নগুলো করা হয়েছিল, কিন্তু আইসিসির পক্ষ থেকে কোন প্রশ্নের উত্তরই পাওয়া যায়নি বলে জানিয়েছে চ্যানেলটির কর্তৃপক্ষ। তাই বর্তমানে তারা সিদ্ধান্ত নিয়েছে ইন্টারপোলকে প্রমাণগুলো হস্তান্তর করার।

‘আইসিসি বারবার প্রমাণগুলো তাদের হাতে তুলে দেয়ার জন্য বলছে। আমরা সবসময় বলে এসেছি প্রমাণগুলো বিশ্বাসযোগ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবো আমরা। যাই হোক, কোন স্বনামধন্য সম্প্রচার কোম্পানি তারা প্রকাশ করার আগে কাউকে দিবে না, এছাড়া আমাদের তদন্ত এখনও চলছে।

‘পাশাপাশি আইসিসির সামর্থ্য সম্পর্কে আমাদের সন্দেহ বেড়েই চলছে। তারা আমাদের করা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রমাণগুলো ইন্টারপোলের কাছে জমা দিব। আইসিসির কাছে আমরা প্রমাণগুলো জমা দিচ্ছি না। কিন্তু মনে হয় প্রথমে কিছু জবাবদিহিতা গ্রহণ করা আবশ্যক এবং আমাদের করা ন্যায্য প্রশ্নের উত্তরও।’

কিন্তু এর আগে তাদের করা যুক্তিসঙ্গত প্রশ্নগুলোর যথাযথ উত্তর চাইছে আল-জাজিরা। আইসিসির কাছে
১। প্রথমবারের মতো মুনাওয়ার ও তার কর্মকা- সম্পর্কে আইসিসি কখন সচেতন হয়েছিল এবং কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল?
২। ২৭ মে আমাদের প্রকাশিত প্রথম ডকুমেন্টারির পর কি পদক্ষেপ নেয়া হয়েছিল মুনাওয়ারাকে বের করার জন্য?
৩। মুনাওয়ারা কি আইসিসির ম্যাচ-ফিক্সারদের তালিকায় আছে?
৪। আইসিসির চোখে আন্তর্জাতিক ক্রিকেটের কিছু ফরম্যাটে, টেস্ট সহ সমালোচনার যোগ্য স্পট ফিক্সিংয়ে হচ্ছে না?
৫। আইসিসি কি নিশ্চিত করে বলতে পারবে ম্যাচ-ফিক্সাররা আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছাকাছি যেতে পারে না?
৬। গত পাঁচ বছরে ম্যাচ-ফিক্সিং কিংবা স্পট ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক অথবা বাইরের কয়জন ক্রিকেটারকে আইসিসি অভিযুক্ত করতে পেরেছে?
৭। এই ক্রিকেটার কারা এবং তাদেরকে কি শাস্তি দেয়া হয়েছিল?
৮। আইসিসির সীমিত তদন্তকারী ক্ষমতার দ্বারা তারা কি পদক্ষেপ নিয়েছে ম্যাচ-ফিক্সিংয়ে অপরাধীদের মোকাবেলা করার জন্য?

  • সর্বশেষ
  • জনপ্রিয়