Skip to main content

দুধ উৎপাদনে ৪ শতাংশে ঋণ পাবেন খামারিরা

রমজান আলী : দুধ উৎপাদনে ৪ শতাংশে ঋণ পাবেন খামারিরা । দুধ উৎপাদনে স্বনির্ভর বাংলাদেশ গড়তে খামারিদের জন্য ঋণের সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী পহেলা নভেম্বর থেকে ৫ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ৪ শতাংশ হারে ঋণ নিতে পারবেন দুধ উৎপাদনে জড়িত খামারিরা। গত রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। জানা গেছে, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে গ্রাহক পর্যায়ে ৩০ মাস মেয়াদে ঋণ বিতরণ করা যাবে। বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন সুবিধাও ৩০ মাস মেয়াদে প্রযোজ্য হবে। বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, পুষ্টির চাহিদা পূরণ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত সামগ্রীর আমদানি নির্ভরতা হ্রাস, বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য ২০১৫ সালের ২ জুন ২০০ কোটি টাকার একটি তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং কয়েকটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে এই তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে। বর্তমানে দুধ উৎপাদনে গ্রাহকদের ঋণ দিচ্ছে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, ব্র্যাক, আইএফআইসি, মিডল্যান্ড, ন্যাশনাল ব্যাংক লি. বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স। এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংক হতে ব্যাংক রেটে (বর্তমানে ৫শতাংশ, যা পরিবর্তনশীল) পুনঃঅর্থায়ন সুবিধা পাবে।