শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামলা দ্রুত বিচার ও নিষ্পত্তিতে অন্যতম প্রতিবন্ধকতা এজলাস সংকট

তরিকুল ইসলাম সুমন : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বর্তমান সরকারের আন্তরিক চেষ্টায় ২০০৯ সাল থেকে ২০১৮ সালর ৩১ মার্চ পর্যন্ত জেলা ওদায়রা জজ আদালত সমূহ এবং সম পর্যায়ের ট্রাইবুনাল সমূহে মোট ১ কোটি ১৩ লাখ ৭৭৬১ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। মামলা দ্রুত বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হলো এজলাস সংকট। এজলাস স্বল্পতা দূর করে সর্বোচ্চ কর্মঘণ্টা ব্যবহার করে বিচার কাজে গতিশীলতা আনয়নে সরকার কাজ করে যাচ্ছে।

সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত বক্তব্যের উত্তরে এ তথ্য জানান আইনমন্ত্রী। এর আগে সাড়ে টার টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

অপরদিকে সারা দেশে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা কমিয়ে বিচার কাজ ত্বরান্বিত করার জন্য বিচারকদের সংখ্যা বদ্ধি ও এজলাস সংকট নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচার কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগে বিভিন্ন পর্যায়ে বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে। জুডিশিয়াল সার্ভিস কমিশনকে গতিশীল করা হয়েছে যাতে করে দ্রুত সময়ের মধ্যে শূন্যপদে দ্রুত নিয়োগ দেয়া যায়।

আইন মন্ত্রী জানান, ২০১৪ থেকে এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগে ৬ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও অধস্তন আদালতে মোট ৪২৭ জন সহকারি জজ নিয়োগ দেয়া হয়েছে। ১৩তম জুডিশিয়াল সার্ভেস পরীক্ষা ২০১৭ এর মাধ্যমে সহকারি জজ পদে ১৪৩ জন প্রার্থীর নিয়োগ পূর্ব প্রাক-পরিচয় যাচাই চলছে। প্রাক-পরিচয় যাচাই প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে তাদের নিয়োগ দেওয়া হবে। ১২ তম জুডিয়শিয়াল সার্ভিস পরীক্ষা ২০১৮ এর লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সারা দেশে সহকারি জজ/ সিনিয়র জজ এর ৯৪ টি পদ শূন্য রয়েছে। ১১ তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে এ পদে নিয়োগ সম্পন্ন করা হবে। যুগ্ম জেলা জজ থেকে জেলা জজ পর্যায়ে ৪১ টি পদ শুন্য রয়েছে। যা পদোন্নতি/ বদলির মাধ্যমে পূরণ করা হবে।

তিনি আরো জানান, বর্তমান সরকার দেশে আরো ৫টি সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুন্যাল, ৭ টি সাইবার ট্রাইবুন্যাল, ৮ টি মানি লন্ডারিং ট্রাইবুন্যাল, ১২২টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ১৫৯ টি যুগ্ম জেলা জজ আদালত, ১৯ টি পরিবেশ আদালত, ৬ টি পরিবেশ আপীল আদালত, ২১৪ টি সহকারী/ সিনিয়র সহকারি জজ আদালত, ৩৪৬ টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটএর পদ সৃজন প্রত্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়