শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা রাজা পাকসের

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: শ্রীলঙ্কায় মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা জানিয়েছেন দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী মাহেন্দ রাজা পাকসে। দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্ত করার জন্য সাধারণ জনগণকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথমবারের মত দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন।

রাজা পাকসে বলেন, ইউনাইটেড ন্যাশনাল পার্টি ও ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালাসেন্সের (ইউএনপি-ইউপিএফএ) জোট থেকে ‘ইউপিএফএ’র বের হয়ে যাওয়ায় সরকারটির সমাপ্তি ঘটে। এসময় নতুন সরকার গঠনের উদ্দেশ্যে মৈথ্রিপালা সিরিসেনার অনুরোধে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তিনি আরো বলেন, স্থগিত থাকা প্রাদেশিক কাউন্সিল নির্বাচন এবং সংসদীয় নির্বাচন ডাকবেন তিনি। যা দেশটির অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলা করতে সাহায্য করবে। শ্রীলঙ্কার রাজনীতি যখন নিমজ্জিত, সেসময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।
উল্লেখ্য, দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে যায় ইউএফপিএ। এর পরেও প্রধানমন্ত্রী হিসেবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রধানমন্ত্রী হিসেবে বৈধ দাবী করেন রনিল বিক্রমসিংহে। পরবর্তীতে প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রীর পদ থেকে বিক্রমসিংহকে সরিয়ে দেন এবং রাজা পাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়