শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ০১:১৪ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাটকে ‘বিরাট’ চ্যালেঞ্জ শোয়েব আখতারের

স্পাের্টস ডেস্ক : গুয়াহাটি ও বিশাখাপত্তমের পর পুণে৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম তিনটি ম্যাচেই শতরান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ প্রথম ভারতীয় হিসাবে পর পর তিনটি ওয়ানডে ম্যাচে শতরান করলেন কোহলি৷ স্বাভাবিকভাবেই সিরিজের বাকি দু’টি ম্যাচেও তার দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের৷

পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শতরান করার সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারে বিরাটের সেঞ্চুরি সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৮৷ সর্বাধিক ওয়ানডে শতরানের হিসাবে এক নম্বরে থাকা শচীন টেন্ডুলকারের (৪৯) চেয়ে আর মাত্র ১১টি শতরান দূরে দাঁড়িয়ে রয়েছেন তিনি৷ বয়স এখনও ত্রিশ পার করেনি৷ সুতরাং এখনও বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেড়াবেন বিরাট৷

তবে তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক আন্তর্জাতিক শতরানের হিসাবে বিরাট ধরে ফেলেন সাবেক প্রোটিয়া তারকা জ্যাক ক্যালিসকে৷ টেস্ট ও ওয়ানডে মিলিয়ে কালিসের আন্তর্জাতিক সেঞ্চুরি সংখ্যা ৬২ (টেস্ট-৪৫, ওয়ানডে-১৭)৷ অনেক কম ম্যাচ খেলেই বিরাট পৌঁছে গেছেন ৬২টি আন্তর্জাতিক শতরান (টেস্ট-২৪, ওয়ান ডে-৩৮)৷

সামনে রয়েছেন শুধু কুমার সাঙ্গাকারা (টেস্ট-৩৮, ওয়ানডে-২৫, মোট-৬৩), রিকি পন্টিং (টেস্ট-৪১, ওয়ানডে-৩০, মোট-৭১) ও শচীন টেন্ডুলকার (টেস্ট-৫১, ওয়ানডে-৪৯, মোট-১০০)৷ এক্ষেত্রে শচীনকে ছুঁতে এখনও দেরি থাকলেও সাঙ্গাকারা ও পন্টিংকে টপকে যাওয়া যে কোহলির কেবল সময়ের অপেক্ষা, তা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই৷

পুণের ১০৭ রানের ইনিংস মিলিয়ে চলতি বছরে কোহলির ওয়ানডে সেঞ্চুরি হল ৬৷ শেষ ১৫টি একদিনের ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে বিরাট সেঞ্চুরি করেন ৮টি৷ ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে টানা চারটি শতরান করলেন তিনি৷ এই সিরিজের আগে গতবছর জুলাইয়ে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট৷

সুতরাং বিরাটের সেঞ্চুরির হিসাব রাখতে পরিসংখ্যান বিদের সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে এরপর থেকে৷ এরই মাঝে সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় কোহলির জন্য সেঞ্চুরির একটি লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন এবং ভারত অধিনায়ককে আহ্বান জানালেন সেই লক্ষ্যমাত্রা পূর্ণ করার৷

টুইটারে পাকিস্তানি এই স্পিড স্টার লেখেন, ‘গুয়াহাটি, বিশাখাপত্তনম, পুণে৷ পর পর তিনটি ওয়ানডে সেঞ্চুরি করা বিরাট কোহলিকে অন্য জগতের মানুষ মনে হচ্ছে৷ প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এমনটা করে দেখাল সে৷ দুর্দান্ত একটা রান মেশিন ও৷ অতিক্রম করার জন্য তোমাকে ১২০টি সেঞ্চুরির লক্ষ্য স্থির করে দিলাম৷’

এখন দেখার বিষয়, শোয়েবের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করে তার নির্দিষ্ট করে দেওয়া লক্ষ্যমাত্রা টপকে যেতে পারেন কি না কোহলি৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়