শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টে ভালো খেলার প্রত্যয় মিরাজের

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সোমবার (২৯ অক্টোবর) সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে মুশফিক, মাহমুদউল্লাহরা।
সোমবার সকাল থেকে প্রায় দুপুর ৩ ঘন্টা পর্যন্ত অনুশীলন করেছে টাইগাররা। ব্যাটিং অনুশীলনে ব্যস্ত ছিলেন দলের ব্যাটসম্যানরা।
অবশ্য এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। ওয়ানডে সিরিজের মতো টেস্ট সিরিজেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই এমন অনুশীলন করছেন বলে জানিয়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সিলেটের মাঠে স্পিনের পাশাপাশি পেসাররাও বাড়তি সুযোগ পাবেন বলে জানান মিরাজ, ‘অবশ্যই লক্ষ্য থাকবে জয় তুলে নেয়া। কারণ, টেস্ট ম্যাচে জয় পেলে আত্মবিশ্বাস বাড়ে। আর টেস্ট ম্যাচের দুই ইনিংসের মধ্যে এক ইনিংস ভালো খেলার পর আরেক ইনিংস খারাপ খেললে ম্যাচ জেতা যায় না। তাই দুই ইনিংসেই ভালো করতে হবে। ব্যাটিং আর বোলিং দুটোতেই ভালো করতে হবে। আমরা সেই প্রস্তুতিই নিচ্ছি। আশা করি, আমরা ভালো কিছুই করতে পারবো।’

ইনিজুরির কারণে টেস্ট সিরিজেও দলের বাইরে আছেন দলের দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে ওয়ানডের মতো সাকিব-তামিমকে ছাড়া টেস্ট ম্যাচেও জয় দিয়ে ধারাবাহিকতা বজায় রাখতে চায় টাইগাররা।
আগামী ৩ নভেম্বর (শনিবার) সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। এরপর ১১ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়