শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৮, ০৯:১০ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন প্রত্যাশী ডা. শাহ্ ইয়াকুব-উল-আজাদের নির্বাচনী প্রচারণা

আরিফ উদ্দিন, পলাশবাড়ী (গাইবান্ধা) :  গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শাহ্ মোঃ ইয়াকুব-উল-আজাদ। তিনি গাইবান্ধা জেলা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা।

তিনি পলাশবাড়ি এবং সাদুল্লাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচারণার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি ঔষুধ ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণা উপলক্ষে তিনি সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে একটি বিশাল মোটর সাইকেল শো-ডাউন করেন।

শুধু তাই নয়, সাদুল্লাপুর ও পলাশবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে দীর্ঘদিন ধরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি মোটর সাইকেলে শো-ডাউনের সময় বিভিন্ন এলাকায় গণসংযোগকালে জনগণের উদ্যোগে বলেন, আমি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। পরবর্তীতে সরকারি চাকুরীতে থাকাকালীন সময়ে বিএমএ ও স্বাচিপ সংগঠনের সাথে জড়িত থেকে আওয়ামীলীগের রাজনীতিতে কাজ করেছি।

বর্তমান সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, বাংলাদেশে এ উন্নয়নের রূপকার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ডা. শাহ্ মোঃ ইয়াকুব-উল-আজাদ বর্তমানে গাইবান্ধা জেলা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এসময় সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়